সর্বস্তরের জনগণের সহযোগিতায় শেখ হাসিনাকে চাঁদপুর-১ আসনটি উপহার দেবো : আলহাজ্ব মোঃ গোলাম হোসেন
চাঁদপুর-১ (কচুয়া) আসনে এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে। গোলাম হোসেন মনোনয়ন পেয়েছেন এ খবর জানার পর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। ফেসবুকসহ সোস্যাল মিডিয়াতেও অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে একমাত্র গোলাম হোসেনই জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে সক্ষম হবেন।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন সরকার বলেন, এখানে তৃণমূলের বেশিরভাগ নেতা-কর্মীই গোলাম হোসেনকে চান।
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মোঃ গোলাম হোসেন বলেন, কচুয়ার সর্বস্তরের জনগণের সহযোগিতায় জননেত্রী শেখ হাসিনাকে আমরা চাঁদপুর-১ আসনটি উপহার দেবো। তিনি আরও বলেন, যারা যোগ্য তাদেরকেই জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড মনোনয়ন দিয়েছেন। আমার প্রতি যে জনসমর্থন আছে এটি তারই প্রতিফলন। কারণ, আমাদের দল বেশ কয়েকটি জরিপের পর মনোনয়ন দিয়েছে, এটি তারই প্রতিফলন বলে মনে করি। তিনি বলেন, মনোনয়নের মর্যাদা রক্ষা করবো। চূড়ান্তভাবে আমরাই মনোনয়ন পাবো। জনগণ আমাদের সঙ্গে আছেন। সুতরাং জনগণ যার পক্ষে আছে দলও তাকেই চাইবে।