• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফতেপুরে প্রধানমন্ত্রীর জন্যে দোয়া

প্রকাশ:  ২৬ নভেম্বর ২০১৮, ০৯:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সম্মুখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার ও স্বর্ণপদকপ্রাপ্ত মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল।
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল, আওয়ামী লীগের নেতা বোরহান চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজীদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি কামরুল হাসান মামুন, মতলব উওর উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক ইলিয়াছ প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন দেওয়ান, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম পাটওয়ারী, মুক্তিযোদ্ধা আকবর, আনোয়ার হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএ কুদ্দুস, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেলিম রেজা, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

সর্বাধিক পঠিত