উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা গত ২২ নভেম্বর কলাদীস্থ মন্ত্রীর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাজেদুল হোসেন চৌধুরী দীপু।
তিনি বলেন, স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রার প্রতীক নৌকা। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক লীগকে ভূমিকা রাখতে হবে। স্বেচ্ছাসেবক লীগ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তাই প্রত্যেক স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদেরকে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের কাছে ভোট চাইতে হবে। নৌকার বিজয় হলেই এদেশের উন্নয়ন অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আমাদেরকে ঘরে বসে থাকলেই চলবে না, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মজিবুর রহমান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধরের পরিচালনায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহাগ খান, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোর্শেদ প্রধানীয়া, সাধারণ সম্পাদক মাসুম বকাউল, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মোল্লা, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ দিদার খান, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোঃ কাকন, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির বেপারীসহ অন্য নেতৃবৃন্দ।