• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে জাসদের ৩ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০১৮, ০৯:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে জাসদের ৩ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এঁরা হলেন ২৬৩-চাঁদপুর-৪ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে চাঁদপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মজুমদার, ২৬০-চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে কচুয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহেল ও ২৬১-চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসন থেকে জাসদ কেন্দ্রিয় কমিটির সদস্য, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও অভিনেতা শহীদ আলমগীর। এঁরা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। জাসদের কেন্দ্রিয় কার্যালয় হতে দলের সভাপতি হাসানুল হক ইনু’র কাছ থেকে তারা এ মনোনয়নপত্র গ্রহণ করেন।
গতকাল ১৮ নভেম্বর  রোববার জাসদের কেন্দ্রিয় কার্যালয়ে চাঁদপুর জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। জাসদের প্রার্থী হিসেবে এঁরা মশাল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামবেন। চাঁদপুর জেলা জাসদের সভাপতি অধ্যাপক হাসান আলী সিকদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সর্বাধিক পঠিত