হাইমচরে তৃণমূল আওয়ামী লীগ নেতা-কর্মীদের পরামর্শ সভা
একাদশ জাতীয় সংসদ উপলক্ষে হাইমচর উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ নভেম্বর বিকেলে হাইমচরের বিআরডিবি মাঠে অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, ভোটারদের ভালোবাসা দিয়ে মন জয় করে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করে এবং তৃণমূল নির্যাতিত, অবহেলিত, বঞ্চিত নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক নিয়ে পাঠান তার হয়ে আমরা কাজ করবো।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ কায়কোবাদ চুন্নু মিয়া সরকারের সভাপ্রধানে ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক মানিক পাটওয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক সবুজ পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির হোসেন বাচ্চু পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সদস্য মমতাজ ভূঁইয়া, আঃ খালেক আখন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম পাটওয়ারী, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জুলাস সরকার, শফিউল্যাহ পেদা, যুবলীগ নেতা ইলিয়াছ লিটন, জাহাঙ্গীর সিকদার, নোয়াব মোল্লা, রবিউল্লা সিকদার, কৃষক লীগের সভাপতি ছলেমান ঢালী, আওয়ামী লীগ নেতা মুনজুরুল আলম লিটন সিকদার, ডাঃ সিরাজ, খলিল মেম্বার, নজরুল ইসলাম ফকির, খোকা পেদা, নজির গাজী, ফারুক মোল্লা, বশির উল্লা, আনোয়র মেম্বার, রাসেল বেপারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ ওয়াহিদুর রহমান দুলাল, ছাত্রলীগ নেতা ইউনুছ মিজি, আলী আজ্জম পেদাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।