ফরিদগঞ্জে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
ফরিদগঞ্জে নৌকার বিজয় নিশ্চিতে যুবলীগকে অগ্রণী ভূমিকা নিতে হবে : আবু সাহেদ সরকার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়। গতকাল রোববার সন্ধ্যায় র্যালি শেষে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। তিনি বলেন, আগামী নির্বাচনে ফরিদগঞ্জে নৌকার বিজয় নিশ্চিতে যুবলীগকে অগ্রণী ভুমিকা নিতে হবে । কারণ আওয়ামী লীগের শক্তি হলো যুবলীগ। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সকল রাজনৈতিক কর্মকা-ে যুবলীগ সর্বদা অগ্রণী ভুমিকা পালন করেছে। সে ধারাবাহিকতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থান সুদৃঢ় করার পাশপাশি এবং ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে বিজয়ী করার মাধ্যমে ফরিদগঞ্জে যুবলীগকে তাদের অবস্থান প্রমাণ করতে হবে। আমার বিশ্বাস সকলে মিলে আমরা বিজয় ঘরে তুলে নিতে সক্ষম হবো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান, সদস্য ইসমাইল পাটওয়ারী, মুরাদ পাটওয়ারী, এমরান হোসেন ভূঁইয়া, টিপু সুলতান সরকার, সোহেল বিন সালেহ বাবু, মাসুদ মিজি, আব্দুস সাত্তার কচি, পৌর যুবলীগের আহ্বায়ক জামাল হোসেন। এছাড়া প্রতিটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।