হাইমচরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
সকল ভেদাভেদ ভুলে দীপু মনিকে পুনরায় বিজয়ী করবো : মাহফুজুর রহমান টুটুল
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল। তিনি বলেন, ৪৬ বছর পূর্বে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর কাছে এদেশের মানুষ ও মা-বোনেরা ছিলো নির্যাতিত। ওই সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ ফজলুল হক মনির মাধ্যমে যুব সমাজকে নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে যুবলীগ যখন কাজ করেছিল, ঠিক তখনই বঙ্গবন্ধুকে হত্যার এক ঘন্টা পূর্বে শেখ ফজলুল হক মনিকে হত্যা করা হয়। তারপর থেকে যুবলীগ অনেক নির্যাতন সহ্য করে তার ভিতকে মজবুত করে শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্যে এবং ডাঃ দীপু মনিকে এমপি বানানোর জন্যে আমরা যুবলীগ কাজ করেছি। ভোগের জন্যে নয়, ত্যাগের জন্যে যুবলীগ কাজ করে। আমরা সেই যুবলীগ করি, যে যুবলীগ মানুষকে সুযোগ সুবিধা দেয়া এবং উন্নয়নে কাজ করে। মানুষের পাশে থাকার মাধ্যমে সমাজের অসহায় মানুষের সেবা দিয়ে আসছে। তাই আজ যুবলীগ মানুষের ভালোবাসা নিয়ে সুনামের সাথে ৪৬ বছর অতিবাহিত করেছে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে চান। আমরা যুবলীগ তাঁর স্বপ্ন পূরণের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ২৩ ডিসেম্বর ডাঃ দীপু মনিকে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ৩য় বারের মতো ক্ষমতায় রাখবো ইনশাআল্লাহ।
গতকাল রোববার বেলা ১২টায় সদর আলগী বাজারস্থ বিসমিল্লাহ টাওয়ারে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, যুবলীগ সদস্য গাজী আঃ গণি, ফারুক পাটওয়ারী, আঃ লতিফ কবিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ, উপজেলা যুবলীগ সদস্য ইসমাইল, জুয়েল মৃধা, আলগী দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল পাটওয়ারী, সুমন, সোহাগ, সুলতান, ৪নং নীলকমল ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক মাঝি, কালাম মাঝি, মানিক, রিপন সরদার, কামরুল চকিদার, ১নং গাজীপুর ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল গাজী, সামীম হোসেন, ২নং উত্তর আলগী ইউনিয়ন যুবলীগ নেতা খোরশেদ, কবির, ৫নং হাইমচর ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ৬নং চরভৈরবী ইউনিয়ন যুবলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।