• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

আসছে নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করুন : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০১৮, ০১:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল রোববার হাজীগঞ্জের উত্তর অলিপুর আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, মৈশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও টোরাগড়-বড়কুল সেতুর বড়কুল হয়ে রায়চোঁ বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ সকল স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকৃত এলাকায় আালাদাভাবে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও নতুন ভবন নির্মাণ, রাস্তা-ঘাট পাকাকরণ, ব্রীজ-কালভার্ট নির্মাণ, ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতুসহ দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করা হয়েছে।  
তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়ন ও অগ্রযাত্রায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করুন। নৌকার বিজয় মানে উন্নয়ন। আর সে উন্নয়নকে ধরে রাখতে নৌকায় ভোট দিন।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রোটাঃ আলী আশ্রাফ দুলাল, সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, বড়কুল পশ্চিম ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনির হোসেন, সদর ইউপির চেয়ারম্যান আলহাজ¦ সফিকুল ইসলাম মীর, বড়কুল পূর্ব ইউপির চেয়ারম্যান আলহাজ¦ কবির হোসেন মিয়াজী প্রমুখ। অনুষ্ঠানগুলোতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়া স্ব স্ব এলাকার অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত