• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাজনীতিতে স্বাধীনতা আছে, জোট গঠনের অধিকারও আছে : প্রধানমন্ত্রী

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ০১:৪১ | আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০১:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা। -ফাইল ছবি
প্রিন্ট
প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিতে স্বাধীনতা সবার আছে, জোট গঠনের অধিকারও আছে। রাজনৈতিক জোট গঠনকে আওয়ামী লীগ স্বাগত জানায়। আমাদের দেশে সবক্ষেত্রে স্বাধীনতা আছে। তিনি বলেন, উন্নত সমৃদ্ধশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে কাজ করছে সরকার। মুক্তিযদ্ধের চেতানায় বাংলাদেশ গড়ে উঠবে।
 
সোমবার বিকালে গণভবনে সৌদি আরব সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
 
তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। রোহিঙ্গা সংকট সমাধানে সৌদি আরব পাশে থাকবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা মেজরিটি পাওয়া সত্ত্বেও সব দল থেকে নিয়েই মন্ত্রীসভা গঠন করেছি। দেশে সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হবে।
 
প্রধানমন্ত্রী বলেন, ড. কামাল হোসেনের হাত দিয়ে ৭২ এর সংবিধান সৃষ্টি হয়েছে আবার তিনিই তার কিছু দিক আপত্তিকর করে তুলেন কেন।
 
সড়ক দুর্ঘটনার বিষয়ে একপ্রশ্নে তিনি বলেন, নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনের তিনমাসে ৯৪৭ জন নিহত হয়েছে তারা কি নিয়ম মেনে ছিল। চালকদের পাশাপাশি পথচারীদেরও ট্রাফিক আইন মানতে হবে।
সূত্র : ইত্তেফাক

সর্বাধিক পঠিত