• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম রোমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৮, ১২:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের তথ্য সম্বলিত প্রচারপত্র আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের পক্ষে বিতরণ করেছেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপনসহ দলের নেতা-কর্মীরা।
    ৬ অক্টোবর শনিবার সকালে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ একাডেমী ও কাছিয়াড়া মহিলা মাদ্রাসায় উক্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নেতা-কর্মীরা।
    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, পৌর যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন টিটু, এসএম সোহেল রানা, বেলায়েত হোসেন রিপন, আরিফ পাঠান, মেহেদি হাসান বাপ্পি, জেলা ছাত্রলীগ নেতা রুবেল সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিল পাঠান, রবিন হোসেন, আরিফ হোসেন, কাউসার হোসেন, ফয়সাল হোসেন, আল-আমিন, আলিয়া মাদ্রাসা ছাত্রলীগ সভাপতি মাহাবুব আলম, সম্পাদক তারেক মিজি, পৌর ছাত্রলীগ নেতা তানভির মিঠু, রাব্বি, মুন্না হোসেনসহ ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।