• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি

ভোট আপনাদের অধিকার, এ অধিকারটুকু টাকার কাছে বিক্রি করবেন না

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৮, ০৯:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া শহীদ হাবিব উল্যা উচ্চ বিদ্যালয়ের  এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
    তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি মা যদি তার সন্তানকে সঠিকভাবে লালন-পালন করেন তা হলে সে সন্তান সমাজে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবেই। তার পাশাপাশি বাবাদেরও তার সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তান কোথায় যায় কী করে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে তার সন্তান প্রকৃত মানুষ হবে। আজ যারা সম্মানিত হয়েছে তারাই হবে আগামী দিনের কর্ণধার। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলে তারা লেখাপড়ার প্রতি আরো বেশি মনোযোগী হবে। ভালো ফলাফল করে তারা নিজেরা প্রতিষ্ঠিত হবে। জাতিকে আগামী দিনে নেতৃত্ব দিতে এগিয়ে আসবে।
    তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরে বলেন, এ উপজেলার এমন কোনো রাস্তাঘাট নেই যা এ সরকারের আমলে হয়নি। এ সকল উন্নয়ন হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। আমি আপনাদের কাছে ভোট চাইবো না। ভোটের বিচার আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। আপনারাই একবার চিন্তা করে দেখেন এ সরকারের আমলে দেশে কী পরিমাণ উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। কওমী মাদ্রাসার সনদকে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে মাদ্রাসার ৫ হাজার শিক্ষককে এমপিওভুক্তের আওতায় আনা হয়েছে। তিনি আরো বলেন, ফরিদগঞ্জের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হবে, কোনো প্রকার কারচুপি করতে দেয়া হবে না। ভোট আপনাদের অধিকার, এ অধিকারটুকু টাকার কাছে বিক্রি করে দেবেন না।
    বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডাঃ এমজি ফারুক ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইসকান্দার আলী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার পাটওয়ারী, সাধারণ সম্পাদক সফর আলী সরদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান, মহিউদ্দিন ইরান, ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম প্রমুখ। আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।