ফরিদগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা
ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভার আয়োজন করা হয়েছে। ৫ অক্টোবর শুক্রবার বিকেলে তেলিসাইর হাফিজিয়া মাদ্রাসা মাঠে উক্ত কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, রীনা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আজাদ, ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা শারফত উল্লাহ, সাধারণ সম্পাদক জাকির খান।
আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও নিজাম উদ্দিন পাটওয়ারীর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রাজিয়া সুলতানা দীপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ প্রমুখ।