• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাংলাদেশ আওয়ামী লীগের সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা

ডাঃ দীপু মনি এমপি টিম-২-এর প্রধান

প্রকাশ:  ০১ অক্টোবর ২০১৮, ০৮:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগ রাজধানী ঢাকায় সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল রোববার বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানম-িস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দকে নিয়ে গঠিত ৪টি টিম রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করবেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি, ডাঃ দীপু মনি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি ও আব্দুর রহমান এমপি এই ৪টি টিমের নেতৃত্ব দেবেন।
    আজ ১ অক্টোবর ২০১৮ সোমবার সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথমদিনে মাহবুব উল-আলম হানিফ এমপির নেতৃত্বে গঠিত টিম বিকেল ৪টায় রাজধানীর ওয়ারি থানার ৩টি ওয়ার্ড, ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে গঠিত টিম সকাল সাড়ে ১১টায় গুলশান-২ কাঁচাবাজার এলাকা, জাহাঙ্গীর কবির নানক এমপির নেতৃত্বে গঠিত টিম বিকেল ৪টায় মোহাম্মদপুর থানার ৩টি ওয়ার্ড এবং আব্দুর রহমান এমপির নেতৃত্বে গঠিত টিম বিকেল ৪টায় রাজধানীর পল্টন থানার ৩টি ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সপ্তাহব্যাপী এ কর্মসূচির সমন্বয় করবেন দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
    গণসংযোগ কর্মসূচির জন্যে গঠিত টিমসমূহ : টিম-১ মাহবুব উল-আলম হানিফ এমপি, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি, একেএম এনামুল হক শামীম, দেলোয়ার হোসেন, ইঞ্জিঃ মোঃ আবদুস সবুর, অ্যাডঃ মৃণাল কান্তি দাস এমপি, আমিনুল ইসলাম, এসএম কামাল হোসেন, মির্জা আজম এমপি ও গোলাম কবির রাব্বানী চিনু।
    টিম-২ : ডাঃ দীপু মনি এমপি, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল), শামসুন নাহার চাঁপা, অসীম কুমার উকিল, অ্যাডঃ মোঃ আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, প্রফেসর মেরিনা জাহান, অ্যাডঃ এবিএম রিয়াজুল কবীর কাওছার ও অধ্যক্ষ রেমন্ড আরেং।