• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তরপুরচন্ডী ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে নেতৃবৃন্দ

উন্নয়নে নৌকা আর ডাঃ দীপু মনির বিকল্প নাই

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় আনন্দ বাজারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ হুমায়ূন কবির সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের  আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান (সামনু) ও তাজুল ইসলাম মিয়াজী।
    ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ তাজুল ইসলামের সভাপ্রধানে এবং যুগ্ম আহ্বায়ক মাসুদ গাজী, মনিরুল ও সদস্য ফকরুল খানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, আবুল হাসনাত নয়ন, ফারুক হোসেন বেপারী, শাহজাহান পাঠান, মোস্তফা মোল্লা, মোল্লা শাহজাহান, মনির হোসেন ঢালী, ফরিদ খান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন খন্দকার, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য শাহীন আরাফাত প্রমুখ।
    হুমায়ুন কবির সুমন বলেন, তপুরচ-ী ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নতুন ভবন ও ইউনিয়নবাসী পাকা রাস্তা পেয়েছে। আনন্দবাজারের নদী ভাঙ্গনে ব্যবস্থা নেয়া হয়েছে। অনুন্নত এ ইউনিয়নের উন্নয়নে নৌকা আর দীপু মনি এমপির বিকল্প নেই। আমরা যখনই এলাকাবাসীর দুঃখ দুর্দশার কথা আমাদের প্রিয় নেত্রীকে বলেছি তখনই তিনি উন্নয়ন করেছেন। তাই আগামী নির্বাচনে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে ডাঃ দীপু মনিকে নৌকায় ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।