নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে দীপু চৌধুরীর সমর্থনে শোডাউন
মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে ও চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাজেদুল হোসেন চৌধুরী দীপুর সমর্থনে বিশাল শোডাউন করা হয়। গত ২৭ সেপ্টেম্বর নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলমের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক রিপন মিয়ার পরিচালনায় বিশাল শোডাউন শেষে পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ আল-আমিন ফরাজী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আঁখি, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন মোঃ কচি, যুগ্ম আহ্বায়ক পিন্টু সাহা, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ মালেক মিয়া, সাবেক ছাত্রনেতা টুটুল পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন আকাশ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শরীফ পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ নেতা শরীফ প্রধানসহ নেতৃবৃন্দ।