• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরে আওয়ামী লীগের যৌথসভা

সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ডাঃ জেআর ওয়াদুদ টিপু

প্রকাশ:  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল শুক্রবার বিকেলে হাইমচর উপজেলা আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলে যে যে অবস্থানে আছেন সে অবস্থান থেকেই কাজ করতে হবে। কেউ গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক নেতা-কর্মীকে এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে।
    উপজেলা পরিষদের ডাকবাংলোতে বিকেল ৪টায় অনুষ্ঠিত এ যৌথসভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন প্রধানীয়ার সভাপ্রধানে ও সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম নাজিম দেওয়ান, মাসুদ আলম মিল্টন, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারী, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান, আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া খান, আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির আহমেদ দুলাল, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, ১নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমন, কামরুল ইসলাম প্রমুখ। সভায় চাঁদপুর জেলা, হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত