সদর উপজেলার ১৪ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারীর সাথে জেলা নেতৃবৃন্দের বৈঠক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করেছেন জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকেলে ডাঃ দীপু মনি এমপির চাঁদপুর শহরের নতুনবাজারস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সহ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাছুদুর রহমান নান্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, সাবেক সহ-সভাপতি হেলাল হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না। আরো বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মাস্টার, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সহ-সভাপতি মহসিন পালোয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন ঢালী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলু মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঃ হান্নান মিলন, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, তরপুরচ-ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, সদস্য সচিব আলী আরশাদ, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ইব্রাহীম খলিল লিটন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান, সাধারণ সম্পাদক আলী এরশাদ, ইব্রাহীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান কাশেম খান, সদস্য সচিব আব্দুল মান্নান (মনা গাজী), হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার রাঢ়ী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন কুমার মাস্টার, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আবু সাইদ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী, রাজরাজেশ^র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, রামপুর ইউপি চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী প্রমুখ।