• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

একবার যেহেতু আপনাদের সাথে হাত মিলিয়েছি, আপনারা সুখ-দুঃখে আমাকে পাবেন : ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এমএইচ সালাহ্উদ্দিন

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘আমাকে মহান নেতা বলবেন না, আমি মহান হতে পারি নাই। যেখানে নেতা-কর্মীরা নির্যাতিত-নিপীড়িত, সেখানে আমি মহান নেতা হতে চাই না। নিজের যোগ্যতা বলে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। একবার যেহেতু আপনাদের সাথে হাত মিলিয়েছি, আপনাদের সুখ-দুঃখে আমাকে পাবেন। আমি কাউকে একবার যদি বুক দিয়ে থাকি, তাকে আর পিঠ দেই না।’ শাহরাস্তি পৌরসভার ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের তৃণমূলের কর্মী সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশ্যে কথাগুলো বলেন চাঁদপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এমএইচ সালাহ্উদ্দিন। তিনি আরও বলেন, আপনাদের সাথে আমার সম্পর্ক হবে সরাসরি, আমি মধ্যস্ততা পছন্দ করি না। দুই উপজেলার জনগণের মাঝে ভ্রাতৃত্ব তৈরি করবো। আমি কোনো সিদ্ধান্ত পর্দার আড়ালে নেবো না। কোথাও কোনো চাঁদাবাজি হবে না। স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতির ধারা আমরা শাহরাস্তি-হাজীগঞ্জে চালু করতে চাই। মনে রাখতে হবে এ দেশ এ মাটি আওয়ামী লীগের হাতে নিরাপদ।
    ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও জেলা তাঁতী লীগ নেতা ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল আক্তার। সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, য্বুলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা যোগদান করেন

সর্বাধিক পঠিত