• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চরভৈরবী ইউনিয়নে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার কার্ড বিতরণ

ডাঃ দীপু মনি আগামী দিনেও নৌকা নিয়ে এমপি নির্বাচিত হবেন : নূর হোসেন পাটওয়ারী

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে অসহায় দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী বলেন, ডাঃ দীপু মনি চাঁদপুর ও হাইমচরের সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আগামী দিনেও উন্নয়ন করবেন। তিনি আমাদের  এমপি আছেন এবং আগামী দিনেও জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক হিসেবে নৌকা মার্কা নিয়ে আপনাদের ভোটে এমপি নির্বাচিত হবেন। তিনি আরো বলেন, চরভৈরবীবাসীর দীর্ঘদিনের দুঃখ মেঘনার ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয়েছে। বাকি যে অংশটুকু আছে সেটুকু প্রতিরোধের জন্যে প্রায় ২শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই সে অংশের কাজ শুরু হবে। শুধু নদী ভাঙ্গন প্রতিরোধ নয়, রাস্তাঘাট, স্কুল-কলেজ ও বিভিন্ন স্থাপনার উন্নয়নসহ দুঃস্থ অসহায় পরিবারের উন্নয়নেও তিনি ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। হাইমচরে এসব উন্নয়ন সম্ভব হয়েছে ডাঃ দীপু মনি জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ^স্ত হওয়ার কারণে। আগামী দিনেও ডাঃ দীপু মনিকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে হাইমচরের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    গতকাল শনিবার বিকেলে চরভৈরবী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টারের সভাপ্রধানে ও ইউপি সদস্য পারভেজ হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন প্রধানীয়া, এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার ও হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলম।  অনুষ্ঠানে চরভেরবী ইউপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।