• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন ও অগ্রগতি হয় : ডাঃ হারুনুর রশিদ সাগর

প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন ও অগ্রগতি হয়। আজকে দেশে দৃশ্যমান যত উন্নয়ন তা শেখ হাসিনাই করেছেন।
    আগামীতেও তাঁকে রাষ্ট্র ক্ষমতায় আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনাদের মাঝে গত ১৫ বছর দলের ও সাধারণ জনগণের জন্যে কাজ করে যাচ্ছি, আগামীতেও করবো। দল ও নেত্রীর  মূল্যায়নে যদি মনোনয়ন পাই তাহলে সবাইকে নিয়ে এই আসনটি উপহার দেবো। আর যদি অন্য যে কাউকে মনোনয়ন দেয়, আমি সবাইকে নিয়ে নৌকার বিজয়ে কাজ করবো।
    গতকাল বিকেলে ফরিদগঞ্জ উপজেলার বাগড়া বাজার, টুবগি, শোভান ও ধানুয়া বাজারে গণসংযোগকালে সমবেত জনতার উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গণসংযোগকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত