শাহরাস্তিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সালাহউদ্দিনের গণসংযোগ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজিগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুদকের সাবেক মহাপরিচালক ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এমএইচ সালাহউদ্দিন শাহরাস্তি উপজেলায় ব্যাপক গণসংযোগ করেন। গত ৩১ আগস্ট শুক্রবার তিনি মেহের কালীবাড়ি ও ঠাকুরবাজার এলাকায় গণসংযোগ করেন। এরপর শাহসাহেব কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে গণসংযোগ করেন। তাঁর সাথে থাকা বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জনসাধারণের হাতে লিফলেট পৌঁছে দেন। এ সময় তিনি জনগণের মাঝে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকা- তুলে ধরে নৌকার পক্ষে জনসমর্থন আদায়সহ আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সকলকে আহ্বান জানান।
গণসংযোগকালে তিনি বলেন, টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় চলমান ধারাবাহিকতা গতিশীল রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অব্যাহত প্রচেষ্টাকে বাস্তবায়িত করতে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে আমি অঙ্গীকারাবদ্ধ। সমমনা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলের প্রতি একই অনুরোধ রইল। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের ছোঁয়া শহর হতে গ্রামেগঞ্জে সুষমভাবে পৌঁছে দিতে পারলেই দেশ বাস্তবে উন্নত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা সফল হবে। দেশ হবে দারিদ্র ও ক্ষুধামুক্ত, আত্মনির্ভর এবং স্বাবলম্বী।