• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ সদর উপজেলা ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ২৯ আগস্ট ২০১৮, ০৯:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ২৯ আগস্ট বুধবার চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। আজ সকাল ১০টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
    
    আলোচনা সভায় চাঁদপুর জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীসহ সদর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীসহ সকল ইউনিটের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে আলোচনা সভাকে সফল করার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী।