• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নিজেই পরিবেশন করে অতিথি আপ্যায়ন করলেন ডা দীপু মনি।

প্রকাশ:  ২৪ আগস্ট ২০১৮, ২৩:০৪ | আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ২৩:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নিজেই পরিবেশন করে অতিথি আপ্যায়ন করলেন Dipu Moni

তিনি যেমন একজন রাজনীতিবিদ তেমনি একজন মমতাময়ী মা। কারো কারো বোন। আজ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে তিনি যখন নিজ হাতে পরিবেশন করে অতিথিদের আপ্যায়ন করেন তখন সকলকে বিষয়টি আপ্লুত করে তোলে। এটি শুধু আজকে নয় যখনই তিনি অতিথি আপ্যায়ন করেন এভাবেই করেন। একেবারে খাটি বাঙালিয়ানা যাকে বলে। ডা. দীপু মনি এর এই ব্যাতিক্রমি আচরণ উপস্থিত সকলকে হতবাক করে দিয়েছে। বোন যেমন তার ভাইকে কাছে বসিয়ে যত্ন করে প্লেটে ভাত তুলে দেন তেমনটিই করলেন আজ তিনি সকল ভাইদের আপ্যায়ন করে। 
দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের সাথে যে মেলবন্ধন তা সচরাচর দেখা যায় না। সবকিছু ছাপিয়ে তিনি এখন সবার “আপা” হয়ে ‍উঠেছেন। আর কর্মীদের কথা বলবো ? তারাতো আপা অন্তপ্রাণ।