• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয়: হানিফ

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ০৯:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি সরকার পতনের ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 

  সোমবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

আন্দোলন করার মতো সামর্থ্য বিএনপির নেই মন্তব্য করে মাহবুব উল আলম হানিফ আরো বলেন, তাদেরকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয়।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জিয়াউর রহমান পাকিস্তানি এজেন্ট ছিলেন। কারণ একজন পাকিস্তানি সৈন্য, পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তাকে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় কোননো মুক্তিযোদ্ধার কাছে তার কর্মকাণ্ডের প্রশংসা করে চিঠি লিখতে পারে না। কোন কাজের জন্য খুশি ছিলেন তিনি? মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য নাকি পাকিস্তানির এজেন্ট হয়ে কাজ করার জন্য। সেটা আজকে প্রমাণিত হয়েছে। ইতিহাসে তা প্রমাণ হয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘এই জিয়া কুখ্যাত রাজাকার প্রধান গোলাম আযমকে বিদেশ থেকে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তিনি এই রাজাকার-আলবদর, নিষিদ্ধ জামাতদের নিয়ে রাজনীতি শুরু করেন। এতেই তিনি প্রমাণ করেছেন তিনি পাকিস্তানি এজেন্ট।’

হানিফ আরো বলেন, ‘জয় বাংলা স্লোগান, মুক্তিযোদ্ধার স্লোগান লাথি মেরে সরিয়ে দিয়ে পাকিস্তান জিন্দাবাদের আদলে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান নিয়ে আসলো।’ 

বিএনপি আবার সেই রাজাকার ও নিষিদ্ধ জামাতদের সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। কিন্তু এই ষড়যন্ত্র আর হতে দেব না। যতদিন এই আওয়ামী লীগ সরকার আছে এবং প্রধানমন্ত্রী আছেন, ততদিন এই দেশে কোনো ষড়যন্ত্র হতে দেয়া যাবে না।’