• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে চাল বিতরণ

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ০৯:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনির পক্ষ থেকে চাঁদপুর পৌর এলাকার হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় পৌর পাঠাগারে ২শ’ জন গরিব ও অসহায়ের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ চাল বিতরণ করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, শহর ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীসহ শহর ছাত্রলীগের ১৫টি ওয়ার্ডের সাভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।