১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে
চাঁদপুরে যুব মহিলালীগের আলোচনা সভা ও মিলাদ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা যুব মহিলালীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট রোববার বিকেল ৫টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নইম পাটওয়ারী দুলাল। চাঁদপুর জেলা যুব মহিলালীগের সভাপতি পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফারহানা মঈন পাটওয়ারী রুমা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী বিল্লাল হোসেন আখন্দ, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু। চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক শিল্পী মজুমদার, সাংগঠানিক সম্পাদক নাহার ভূঁইয়া, ফাতিহা বারি, ক্রীড়া সম্পাদক রুমা আক্তার, অর্থ সম্পাদক রোজিনা আক্তার, শহর কমিটির আহ্বায়ক জাহানারা চৌধুরী, সদস্য সচিব রোকেয়া মনি, শাহারাস্তি উপজেলার সভাপতি রাবেয়া বসরী বকুল, কচুয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পুজা সাহা প্রমুখ।