বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: হানিফ
বিএনপি বিভিন্নভাবে সরকারকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, যারা বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনবিচ্ছিন্ন হয়েছেন, তারা আজ উদ্বিগ্ন পরিষদ। যখনি দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তখন তারা সুযোগের সন্ধান করে।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কিছু ঘটেনি। দাবি মেনে নেওয়ার পর কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন শেষ হয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ প্রমুখ।