শিক্ষার্থীদের ফিরে যেতে বললেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক
নিরাপদ সড়ক চেয়ে আন্দোলরত শিক্ষার্থীদের ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলার পরও যদি তোমরা না মানো রাষ্ট্রের প্রতি অনাস্থা প্রকাশ করা হবে। আমরা যে রাষ্ট্রে বাস করি সেই রাষ্ট্রের প্রতি যদি অনাস্থা প্রকাশ করি, তাহলে আর কি থাকে?’
আজ বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষার্থীদের আশ্বস্ত করে রাব্বানী বলেন, ‘তোমরা ফল চাও, জাস্টিস চাও, জাস্টিস যদি না আসে আমি গোলাম রাব্বানী বলে গেলাম তোমাদের সঙ্গে গিয়ে রাস্তা আটকাবো। ইটস মাই প্রোমিজ।এটা শান্তনা না ভাই হিসেবে ওয়াদা।’
শিক্ষার্থীদেরকে কোটা আন্দোলনের উদাহরণ দিয়ে এ ছাত্রলীগ নেতা প্রশ্ন রেখে বলেন, ‘তোমরা কি চাও এটা কোটা আন্দোলনের মতো হয়ে যাক?
রোববার রাজধানী শহীদ রমিজ উদ্দিন স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ৯ দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে এখন পর্যন্ত কোন বক্তব্য না আসার ব্যাখ্যায় রাব্বানী বলেন: ‘সব কিছু প্রধানমন্ত্রীকে বলতে হবে? তাহলে আমরা কি করবো? স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল মিডিয়াতে এ বিষয়ে বক্তব্য রেখেছেন। এগুলো তো তার দায়িত্বে। বলার পরও যদি না মানা হয়, দেন তোমরা আসো।’