দেশে আর ২০০১ সালের নীল নকশার নির্বাচন হবে না: ওবায়েদুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই রঙিন স্বপ্ন দেখুক আগামী নির্বাচনকে সামনে রেখে ২০০১ সালের সেই নীল নকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না।
তিনি আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন বাইপাস সড়ক পরিদর্শনের সময় এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বানের সিডিউল যখন ঘোষণা করা হবে, এরপর লেভেল প্লেয়িং ফিল্ড থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন।সরকার শুধু ওই সময়ে নির্বাচন কমিশন যে সহযোগিতা চাইবে তা করবে।
মন্ত্রী আরও বলেন, জানুয়ারি মাসের মধ্যেই চট্টগ্রামের পটিয়ার বাইপাস সড়কের কাজ শেষ হলে দক্ষিণ জেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে।
সড়ক ও জনপথ অধিদপ্তর ১০৩ কোটি টাকা ব্যয়ে চার লেনের এই বাইপাস সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।এসময় পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীসহ সড়ক বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।