• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হরতালের প্রতিবাদে ওলামা লীগের বিক্ষোভ মিছিল

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১৩:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতালের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ (একাংশ)। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 
এ সময় বক্তারা বলেন, রাজধানী ঢাকাসহ সমগ্র বাংলাদেশের কোথাও জামায়াতের হরতাল দৃশ্যমান দেখা যায়নি। হরতাল ডেকে তারা পালিয়ে আছেন। দেশের ১৭ কোটি মানুষ এ অবৈধ হরতাল প্রত্যাক্ষাণ করেছে। তারা আরো বলেন, দেশের সর্বোচ্চ আদালতে জামায়াতে ইসলামী মানবতারিরোধী সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছে। এই দলটির হরতাল ডাকার কোনো অধিকার নেই।
 
আয়োজক সংগঠনের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন জুয়েলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপদেষ্টা মাওলানা মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী, দলীয় নেতা খাজা মুহিব উদ্দীন শান্তিপুরী, আক্তার হোসেন বীন ফারুক, মাওলানা মোহাম্মাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ আট নেতাকে গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যার হরতাল ডেকেছে দলটি।

সর্বাধিক পঠিত