• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেনীতে মহিলা দলের বিক্ষোব মিছিলে পুলিশের বাঁধা

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১০:৫৩ | আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১০:৫৪
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার প্রতিবাদে বুধবার বিকাল ৪:৩০ ঘটিকায় ফেনী ইসলামপুর রোড থেকে বিক্ষোব মিছিল শুরু হয়৷

শহরজুড়ে কঠোর নিরাপত্তা প্রতিটি রাস্তার মোড়ে পুলিশের নজরদারীতে ছিল৷ যাতে মিছিল নিয়ে রাস্তায় নামতে না পারে৷ শহরের এসএসকে সড়কে মিছিলের জন্য নেতা কর্মীরা জমায়েত হলে পুলিশ সেখানে বাঁধা দেয়। অবশেষে জেলা বিএনপির  বিক্ষোব মিছিলটি প্রধান সড়কে পুলিশের বাঁধার কারনে ছত্রভঙ্গ হওয়ার পর পরবর্তি পর্যায় মহিলা দলের নেতৃত্বে ফেনী ইসলামপু রোড়ে বিক্ষোব মিছিল করে ৷ 

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, জাতিয়তাবাদী মহিলা বিষয়ক সম্পাদিকা জোলেখা আক্তার (ডেইজি), সাহ প্রচার সম্পাদক সাইফুর রহমান রতন,ফরাদনগর ইউনিয়নের সভাপতি আবু মনছুর, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক ইদ্রিছ বর্তন, জেলা জিসাস দলের সাধারন সম্পাদক দুবাই মানিক, হির আহম্মদ চৌধুরী প্রমুখ ৷

এই ব্যাপারে জনতে চাইলে ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী পূর্বপশ্চিমকে বলেন উপরের নির্দেশ আছে ৷ এদেরকে রাস্তা নামতে দেওয়া হবে না ৷ কারন নাশকতা করতে পারে বলে আমাদের কাছে তথ্য আছে ৷ তাই ফেনী শহর জুড়ে নিরাপত্তার জোরদার করা হয়৷

সর্বাধিক পঠিত