• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ক্ষমতার ট্রামকার্ড এরশাদের হাতে: বাবলা

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ২১:০৫ | আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ২১:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন ছাড়া কোনো দল এককভাবে ক্ষমতায় যেতে পারবে না। বরাবরের মতো এবারও ক্ষমতায় যাওয়ার ট্রামকার্ড এরশাদের হাতে। 

রাজধানীর শ্যামপুর ও কদমতলি থানা জাতীয় পার্টির উদ্যোগে আগামী ১৪ অক্টোবর ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় যৌথসভা সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বাবলা বলেন, দেশের মানুষ তথাকথিত দুই বড় দলের ওপর নানা কারণে বিরক্ত। জাতীয় পার্টি হচ্ছে সাধারণ মানুষের একমাত্র আশা ভরসার আশ্রয়স্থল। তাই যেকোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে গঠিত সম্মিলিত জাতীয় জোটকে ক্ষমতায় বসিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। আগামী ১৪ অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় যৌথসভা আহবান করা হয়েছে। সভায় সারাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেবেন। এই সভার পর সারাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা নির্বাচনী কাজে জোরেসোরে নেমে পড়বেন। 

কদমতলী থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, কদমতলী থানার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, জহিরুল ইসলাম সরকার, সুলতানা আহমেদ লিপি, মাইনুদ্দিন বাবু, হানিফ সর্দার।

সর্বাধিক পঠিত