• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লালমনিরহাট জেলা মহিলা দলের কমিটি ঘোষণা

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৪:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজিকে সভাপতি এবং শামস-ই-রহমান সাধারণ সম্পাদক ও মাকছুদা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে রোববার সকালে এ তথ্য জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ নতুন এ কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে আরও যারা আছেন তারা হলেন- সিনিয়র সভাপতি অ্যাড আঞ্জুমান আরা শাপলা, সহ-সভাপতি মোছা. শায়লা শারমিন লাকি, মোছা. লতিফা আক্তার, মোছা. সেলি বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা. উম্মে কুলসুম, মোছা. দেলোয়ারা রহমান দিপুনী, রোজিনা বেগম শম্পা, সহ-সাধারণ সম্পাদক মবতুফা ওয়াসিম বেলি, মোছা. রেনু বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. দিলারা পারভিন, নিলীমা রানী, সমাজকল্যাণ সম্পাদক রুমা বেগম, দপ্তর সম্পাদক মল্লিকা খাতুন, প্রচার সম্পাদক মোছা. ইকবাল বানু আলো, কোষাধ্যক্ষ নারগিস আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোছা. জেসমীন আরা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেশমা বেগম, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছা. বেবি বেগম, বন ও পরিবেশ সম্পাদক মোছা. নাসরিন বেগম, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সম্পাদক মোছা. বানু, নারী অধিকার বিষয়ক সম্পাদক রাহেলা বিনতে সায়ফুল্লাহ আখি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোছা. দিলিফা বেগম।

সদস্যরা হলেন- লায়লা হাবিব, মারুফা রহমান, মোরশেদা বেগম, সুইটি রানী , উষা রানী রায়, মোছা. আরজিনা পারভিন রেখা, মোছা. রেজিয়া বেগম, মোছা. শাম্মী আক্তার স্বপ্না, ছকিনা বেগম, মোছা. শিউলী রহমান খন্দকার, মোছা. সেলিনা পারভিন, মোছা. সেলিনা আক্তার, মোছা. রোকশানা, মোছা. মিনারা, মোছা. হাসিনা বেগম, মোছা.মিনারা বেগম, মোছা. শিউলী বেগম, রায়হানা বিনে হোসাইন,আলেয়া বেগম,ময়না বেগম, পেয়ারী বেগম, লক্ষী রানী, শাহানা পারভিন,শিউলি বেগম, ফয়জুন নেছা সমি, নয়ন মনি, নার্গিস আক্তার, সুলতানা জাহান শিল্পি,শায়রা শারমিন লাকি, ঝুমা খান,মোছা. মরিয়ম বেগম, মোছা. কামরুন্নাহার লুবনা, মোছা. রোজি বেগম, শ্রীমতি সপ্না রানী, সুজাতা বেগম কাউন্সিলর, মোছা. উম্মে কুলছুম,মোছা. জরিনা বেগম, মোছা: মর্জিনা বেগম,উম্মে সাদিকা সুরভী, রোকসানা বেগম,সেলিনা আক্তার মুক্তা, বিউটি বেগম কাউন্সিলর, খাদিজা বেগম, হাসি বেগম, মোছা. বিউটি বেগম, মোছা. পারভিন বেগম,মোছা. নুরতাজ জাহান, মোছা. রোকসানা বেগম, মোছা. বুলবুলি বেগম,সুলতানা বেগম, মোছা. হোসনেআরা বেগম, মোছা. মমতা বেগম,মোছা. ফুলজান, মোছা. শিউলি আক্তার, মোছা. লিপি বেগম, মোছা. বিলকিছ আক্তার, মোছা: বিজলী বেগম,খোরশেদ জাহান লাভলী, আছমা পারভিন চৌধুরী, সায়মা সুলতানা, মমতাজ বেগম রুবি,শ্যামলী সিদ্দিকা, মোছা. শিরাতুল মুনতাহা মিতু, মোছা. রেহেনা ইয়াসমিন, মোছা. শাহিদা পারভিন, আয়শা সিদ্দিকা, শাহিদা বেগম,মোছা. রাবেয়া খাতুন, মোছা. রিনা কাদের, মোছা. ফজিলাতুন্নেছা, জাহানারা বেগম।

সর্বাধিক পঠিত