যুবদল নেতা জামাল উদ্দিন খান আর নেই
প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ১৩:৩৮ | আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৩:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন খান (শাহীন) আর নেই। রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুবদলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তারা মরহুমকে রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।