• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধান বিচারপতির ছুটিতে উদ্বিগ্ন মানুষ: দুদু

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ২০:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে দেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন। স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী এই সরকার সব সময় দেশে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করছে। তার জ্বলন্ত উদাহরণ হঠাৎ প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আয়োজিত এক নাগরিক মানববন্ধন কর্মসূচিতে শামসুজ্জামান দুদু এ মন্তব্য করেন। অষ্টমবারের বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না প্রমুখ।

আওয়ামী লীগ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ উল্লেখ করে দুদু বলেন, চাল-ডাল-আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। অষ্টমবারের মতো বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দুদু আরো বলেন, সু চির মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে যৌথ ওয়ার্কিং কমিটির কথা বলা হয়েছে। যৌথ ওয়ার্কিং কমিটির কাজ কতটুকু বাস্তবায়ন হবে, তা নিয়ে দেশের মানুষের সন্দেহ রয়েছে। 

সর্বাধিক পঠিত