দুই সিস্টেম ম্যানেজার বদলি করল ইসি
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সিস্টেম ম্যানেজারকে বদলি করেছে ইসি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে তাদের দুজনকে বদলি করা হয়।
অফিস আদেশে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেনকে বদলি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রযুক্তি শাখায় সিস্টেম ম্যানেজার করা হয়েছে। এছাড়া, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রযুক্তি শাখার সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হককে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুবিভাগের সিস্টেম ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে।