হাইমচরে ৫ জেলের অর্থদণ্ড নৌকা ও জাল জব্দ
হাইমচরের মেঘনায় জাটকা রক্ষার অভিযানে একটি মাছ ধরার নৌকা ও জালসহ ৫ জেলেকে আটক করেছে উপজেলার টাস্কফোর্স।
গত ৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত হাইমচর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর নেতৃত্বে হাইমচর উপজেলার কাটাখালী হতে চর ভৈরবী পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযান ২০২১ পরিচালিত হয়। উক্ত অভিযানে সহকারী কমশনার (ভূমি) রিগ্যান চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মোঃ মিজানুর রহমান, কোস্টগার্ডের সিসি সিনিয়র পেটি অফিসার মোঃ লুৎফর রহমান ও তার টীম, উপজেলা নির্বাহী অফিসারের অফিস স্টাফ মোঃ রাসেল, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী হাফিজুর রহমান অংশ নেন। অভিযানে চর ভৈরবীর নিকটবর্তী চর হতে ৫ জন জেলেকে একটি নৌকা ও ১ হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়। জেলেদের মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করেন।