• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সীমান্তে ভারতীয় পুলিশের হাতে বাংলাদেশি যুবক আটক

প্রকাশ:  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে রহিবুল ইসলাম (২০) নামে বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় ভারতীয় পাঁচমাইল নামক স্থানে কুচলিবাড়ী থানা পুলিশ তাকে আটক করে। আটক যুবক দহগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘাটিয়ারটারী এলাকার মজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৫টায় রহিবুল ইসলাম অবৈধভাবে দহগ্রাম সীমান্তের ডিএমপি ৯ নম্বর মেইন পিলার ও ২৪ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতীয় পাঁচমাইল নামক স্থানে কুচলিবাড়ী থানা পুলিশ রহিবুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে মেকলিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিজিবি-৫১ এর দহগ্রাম ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রতিশ চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্য কিছু জানার থাকলে পানবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

তবে পানবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।