সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ১৭ ফেব্রুয়ারি ২০২১
বিশ্বজুড়ে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
উ. কোরিয়ার বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিনের তথ্য হ্যাকের অভিযোগ
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজারের কাছ থেকে করোনা ভ্যাকসিনের প্রযুক্তি চুরির চেষ্টা করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। তবে কোনো তথ্য চুরি হয়ে থাকলেও তার পরিমাণ কতটা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সংবাদ সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দেশটির আইনপ্রণেতাদের গোপন হামলার ধারণা দিয়েছে।
ট্রাম্পের পথেই বাইডেন: মিসরকে দিচ্ছেন ২০০ মিলিয়ন ডলারের অস্ত্র
মানবিক সংকট বৃদ্ধির শংকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি আপাতত স্থগিত করলেও মিসর ইস্যুতে অনেকটা ট্রাম্পের দেখানো পথেই হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ‘মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ অংশীদার’ আখ্যা দিয়ে দেশটির কাছে প্রায় ২০০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। খবর এএফপির।
মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র মিসরের কাছে ১৬৮টি মিসাইল বিক্রি করবে। রেথনের তৈরি রোলিং এয়ারফ্রেম মিসাইলগুলোর দাম পড়বে মোট ১৯৭ মিলিয়ন ডলার।
নাইজেরিয়ায় এবার শতাধিক শিক্ষার্থী অপহরণ, একজনকে হত্যা
নাইজেরিয়ায় আবারও স্কুলে হানা দিয়ে শতাধিক শিক্ষার্থী-কর্মকর্তাকে অপহরণ করেছে বন্দুকধারীরা। এসময় এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বুধবার ভোরে পশ্চিম আফ্রিকার দেশটির মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশের কাগারা শহরের একটি সরকারি স্কুলে হানা দেয় বন্দুকধারীরা। এসময় তারা স্কুলটির আবাসিক হোস্টেল থেকে শতাধিক শিক্ষার্থী ও বেশ কয়েকজন কর্মকর্তাকে অপহরণ করে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে সেই সংখ্যা এখনও নিশ্চিত নয়।
মিয়ানমারে ‘গাড়ি নষ্ট’ অজুহাতে সড়ক অবরোধ
মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে নানা কৌশল ব্যবহার করছেন প্রতিবাদকারীরা। এর মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে ‘গাড়ি নষ্ট’ অজুহাত দেখিয়ে সড়ক অবরোধ।
সেনাবাহিনীর হুমকি-ধামকি উপেক্ষা করেই বুধবার দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে সমবেত হন কয়েক হাজার মানুষ। এতে অংশ নেন তরুণ-বৃদ্ধ, শ্রমিক, শিক্ষক, বৌদ্ধ ভিক্ষুসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এসময় ইয়াঙ্গুনের প্রধান সড়ক এবং সেতুগুলোর ওপর হঠাৎই যানজট তৈরি হয়। তবে সেটি ছিল পুরোটাই ইচ্ছাকৃত। গাড়ি নষ্ট হয়ে গেছে বা তেল ফুরিয়ে গেছে অজুহাতে সড়কে দাঁড়িয়ে পড়ে শত শত গাড়ি।
প্রিন্স ফিলিপ হাসপাতালে
অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রিন্স ফিলিপ। অবস্থা গুরুতর না হলেও ৯৯ বছর বয়সী ব্রিটিশ রাজপুত্রকে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।
বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপকে লন্ডনের কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালয়েশিয়ায় ভ্যাকসিন নেয়ার সময় অবৈধ অভিবাসী আটক নয়
মালয়েশিয়ায় বিনামূল্যে ভ্যাকসিন নেয়ার সময় অবৈধ অভিবাসীদের আটক করা হবে না বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী খায়রী জামালউদ্দিন। বুধবার স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জামালউদ্দিন বলেন, ‘বৈধ-অবৈধভাবে অবস্থান করা বিদেশি অভিবাসীরা যদি ভ্যাকসিনের আওতায় না আসেন, তাহলে আমরা কেউই নিরাপদ নই।’ এসময় অবৈধ অভিবাসীদের নির্ভয়ে ভ্যাকসিন নিতে যাওয়ার আহ্বান জানান এ মন্ত্রী।
কাশ্মীর সফরে ইউরোপ-আফ্রিকার রাষ্ট্রদূতরা
জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছেন ইউরোপ এবং আফ্রিকার রাষ্ট্রদূতেরা। উপত্যকার বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন তারা। বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলটির জন্য মোদি সরকার কী কী কাজ করছে তা পর্যবেক্ষণ করবেন এসব রাষ্ট্রদূত। খবর ইন্ডিয়া টুডের।
জানা গেছে, জম্মু-কাশ্মীরের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখবেন তারা। বিদেশি রাষ্ট্রদূতদের দুই দিনব্যাপী এই সফর ঘিরে উপত্যকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে সবার জন্য ভ্যাকসিনের আশ্বাস বাইডেনের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বাস দিয়েছেন, আগামী আগস্টের আগেই যুক্তরাষ্ট্রে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা হবে। অর্থাৎ জুলাইয়ের মধ্যেই দেশটির সর্বস্তরের মানুষ ভ্যাকসিন পাবেন।
তিনি বলেন, জুলাইয়ের শেষ নাগাদ আমাদের হাতে ৬০ কোটি ডোজ পৌঁছে যাবে। প্রত্যেক আমেরিকানকে ভ্যাকসিনের আওতায় আনতে এটি যথেষ্ট।
এক বছরের বেশি সময় পর দেখা দিলেন কিমের স্ত্রী
এক বছরের বেশি সময় পর জনসম্মুখে দেখা গেল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জুকে। বুধবার সরকারি গণমাধ্যমে তার ছবি প্রকাশ হয়েছে। কিমের বাবা কিম জং ইলের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যেই এক কনসার্টে স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন রি সোল। খবর রয়টার্সের।
এবার প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতা
প্রথমে সৌরভ গাঙ্গুলি, এরপর মিঠুন চক্রবর্তী, এবার বিজেপিতে যোগদানের গুঞ্জন উঠল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়েও। মঙ্গলবার তার বাড়িতে এক বিজেপি নেতা গিয়ে দেখা করার পর থেকেই এ নিয়ে চলছে তুমুল আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রসেনজিতের বাড়িতে যান বিজেপি নেতা অনির্বাণ। সেখানে দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। এসময় বিজেপির অন্যতম শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে লেখা নিজের একটি বই প্রসেনজিৎকে উপহার দেন অনির্বাণ। এরপর হাসিমুখে একসঙ্গে ছবিও তোলেন দু’জনে।