• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিজেপিতে যোগ দিলেন যশ-পাপিয়াসহ একঝাঁক অভিনেতা

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৭ | আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারীসহ টালিউডের একঝাঁক অভিনেতা। বুধবার কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তারা।

এসময় নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত ও দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

যশ ছাড়াও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন পাপিয়া অধিকারী, শর্মিলা ভট্টাচার্য, সৌমিলী বিশ্বাস। কিছুদিন আগেই বাবা হারিয়েছেন সৌমিলী। সেই শোক কাটিয়ে বুধবার বিজেপির মঞ্চে উপস্থিত হন তিনি।

বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে যশের বক্তব্য, ‘আমি যুব সমাজের কথা ভাবি। আর ব্যবস্থার বাইরে থেকে ব্যবস্থাকে বদলানো সম্ভব নয়। এজন্যই গেরুয়া শিবিরে যোগ দেওয়া।’

যশের বিজেপিতে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল। বিষয়টিতে রাজনৈতিক রঙ লাগে যশের সঙ্গে তৃণমূলের সংসদ সদস্য ও তারকা অভিনেত্রী নুসরাত জাহানের ঘনিষ্ঠতার খবরে। সম্প্রতি একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করেন যশ-নুসরাত। এরপর থেকেই দু’জনের ঘনিষ্ঠতা বেড়েছে বলে শোনা যায়।

তবে বিজেপি যোগ দেওয়ার বিষয়ে নুসরাতকে আগে থেকে কিছু জানাননি বলে জানিয়েছেন অভিনেতা যশ। তিনি বলেন, ‘আমি বিজেপিতে যোগ দিচ্ছি সেকথা নুসরাতকে জানাইনি। আমাদের বন্ধুত্ব অভিনয় ঘিরে। আরেক বন্ধু মিমিও তৃণমূলের সদস্য। যে যার ব্যক্তিগত পছন্দ অনুসারে রাজনীতি করে। এক বাড়িতে স্বামী-স্ত্রীও আলাদা রাজনৈতিক দলের সদস্য হতে পারে। বন্ধুত্বের মধ্যে রাজনীতি না ঢোকানোই ভালো।’