• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সড়ক দুর্ঘটনায় অর্থনীতিবিদ ড. শামসুল আলম আহত

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২১, ১২:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম।

শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানের সামনে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে অর্থনীতি বিভাগের সদস্যের একান্ত সচিব শাখাওয়াত হোসেন জানান। রোববার তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল দ্রুতবেগে এসে স্যারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় স্যারের ডান পায়ের হাড় ভেঙে গেছে এবং প্লাস্টার করা হয়েছে। মাথায় সামান্য আঘাত পেয়েছেন। তবে সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে।

ড. শামসুল আলম এখন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে শাখাওয়াত হোসেন জানান। তিনি বলেন, চিকিৎসক স্যারকে অন্তত ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন এবং স্যার বর্তমানে মোহাম্মদপুরের বাসায় রয়েছেন।