সেনাপ্রধান জেনারেল আজিজ আজ মতলব উত্তর আসছেন
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মতলব উত্তরের কৃতী সন্তান জেনারেল আজিজ আহমেদ নিজ গ্রামের বাড়ি মতলব উত্তরের দক্ষিণ টরকী গ্রামে আজ আসছেন। আজ ১৭ জানুয়ারি রোববার তিনি সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রামে নিজের বাবার নামে নির্মিত ১০ শয্যাবিশিষ্ট আব্দুল ওয়াদুদ সরকার মা ও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন করবেন। তিনি বেলা সাড়ে ১২টার সময় সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টারযোগে মতলব উত্তর এসে পেঁৗছবেন। এরপর তাঁর ধারাবাহিক কর্মসূচি হচ্ছে_ ১২টা ৩৫ মিনিটে ১০ শয্যাবিশিষ্ট আব্দুল ওয়াদুদ সরকার মা ও শিশু কল্যাণ কেন্দ্র সম্পর্কে ব্রিফিং, দুপুর ১২টা ৪৫ মিনিটে ফলক উন্মোচন, ১২টা ৫০ মিনিটে মোনাজাত, দুপুর ১টায় নবনির্মিত হাসপাতাল পরিদর্শন, ১টা ৩০ মিনিটে আপ্যায়ন, দুপুর ২টার সময় বৃক্ষরোপণ এবং দুপুর ২টা ১৫ মিনিটে তিনি মতলব উত্তর থেকে প্রস্থান করবেন। এ সফরসূচিটি স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার (এসপিপি, এএফডাবিস্নউসি, পিএসসি) নিশ্চিত করেছেন।