• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অবসরে গেলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদ পাটওয়ারী

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০২১, ১৩:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রার কৃতী সন্তান মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী অবসরে গেছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। এ মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান।


ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী প্রায় ৩৩ বছরের সফল কর্মজীবন শেষ করে বৃহস্পতিবার সরকারি চাকুরি থেকে অবসরগ্রহণ করেছেন। এদিন ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে তাঁকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান এ সময় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।