সচিব মাকছুদ পাটওয়ারী ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পাচ্ছেন
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ১২:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব, ফরিদগঞ্জের কৃতী সন্তান ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী ও তাঁর দল এ বছর 'ডিজিটাল বাংলাদেশ' পুরস্কার পাচ্ছেন। আগামীকাল ১২ ডিসেম্বর '৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সচিব মাকছুদ পাটওয়ারী ও তাঁর দলকে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান করা হবে। এদিন সকাল ১০টায় ঢাকা আগারগাঁওস্থ আইসিটি টাওয়ার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ অনুষ্ঠান এবং ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করবেন।