• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাংলাদেশ ইউপি চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্টের উদ্যোগ

মৃত্যুবরণকারী চেয়ারম্যান ও মেম্বারদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০২০, ১১:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মৃত্যুবরণকারী চেয়ারম্যান ও মেম্বারদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ঢাকার কাকরাইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মৃত্যুবরণকারী ৪ জন চেয়ারম্যানের পরিবারকে ২ লাখ টাকা করে আট লাখ টাকা, মৃত্যুবরণকারী ১৩ জন মেম্বারের পরিবারকে ১৩ লাখ টাকা এবং ৬ জন অসুস্থ মেম্বারকে চিকিৎসার জন্যে ১লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সহায়তার চেক প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, চেয়ারম্যান মেম্বার কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মুস্তাকিম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব, বাংলাদেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল।