মহাখালীর ৭ তলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১২:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মহাখালী ৭ তলা বস্তিতে আগুন লেগেছে। সোমবার রাতের দিকে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, মহাখালী সাততলা বস্তির আগুন লাগে রাত ১১টা ৪৫ মিনিটে।
তিনি বলেন, এখন পর্যন্ত আহত-নিহতের খবর পাওয়া যায়নি।