• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আল্লামা হাশেমীর ইন্তেকাল : সর্বত্র শোকের ছায়া

প্রকাশ:  ০২ জুন ২০২০, ১৪:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান,বিশিষ্ট ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের মহান সংগঠক,কোটি কোটি সুন্নী জনতার অভিভাবক,শায়ইখুল মাশায়েখ-উস্তাজুল উলামা,শায়খুল হাদিস ওয়াত তাফাসির,জামানার শ্রেষ্ঠ আলেমেদ্বীন,গাউছে জামান,পীরে কামেল,ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী হুজুর কিবলা আজ ফজর নামাজবাদ ভোর ৫ টা চট্টগ্রাম(আগ্রাবাদ) মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমী হুজুর কিবলার ইন্তেকালে ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফের সাজ্জাদানশীন,আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান,পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা শেখ মুহাম্মদ আব্দুল করিম সাহেব কিবলা সিরাজনগরী(মাঃজিঃআঃ) ও আন্জুমানে ছালেকীন বাংলাদেশের সভাপতি,আহলে সুন্নাত ওয়ালা জামা'আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা ডাঃ মুফতি শেখ শিব্বির আহমদ(বড় সাহেবজাদায়ে সিরাজনগরী) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন৷ আল্লামা সিরাজনগরী বলেন-সুন্নীয়তের অভিভাবক,ইমামে আহলে সুন্নাত-সুন্নী আকিদা ভিত্তিক আলেম তৈরির লক্ষ্যে অসংখ্য মাদ্রাসায় শিক্ষকতা,মসজিদ-মাদ্রারাসা প্রতিষ্ঠা ও সাংগঠনিক ভাবে সুন্নীয়তকে সর্বস্তরে পৌছে দেওয়াসহ সারা জীবন সুন্নীয়ত এবং তরিকতের খেদমতে অামৃত্যু ভূমিকা রেখেছেন। তাঁর দ্বীনী খেদমতের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।জাতী আজ মহান হাস্তিকে হারিয়ে শোকে স্তব্ধ,আমরা আমাদের ইমামকে হারিয়ে এতিম ও দিশেহারা হয়েগেছি৷সিরাজনগরী হুজুর মরহুম ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমী হুজুরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

সর্বাধিক পঠিত