প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষা পরিবারের আর্থিক অনুদান হস্তান্তর
প্রকাশ: ১১ মে ২০২০, ১৪:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
কোভিড-১৯ মহামারী মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষা পরিবারের আর্থিক অনুদান হস্তান্তর করা হচ্ছে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ হতে তাঁর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।