• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরের কৃতী সন্তান

কামরুল আহসান এখন পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান

প্রকাশ:  ০৪ মে ২০২০, ১২:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহা-পরিদর্শক (ডিআইজি) মোঃ কামরুল আহসান বিপিএম (বার)-কে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান করা হয়েছে। উক্ত ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হলো তাকে। ৩ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে। কামরুল আহসান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন। পরবর্তীতে সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে।

মোঃ কামরুল আহসান বিপিএম (বার) মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান। এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান হওয়ায় মোঃ কামরুল আহসান বিপিএম (বার)কে মতলব উত্তর উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।