বাংলাদেশে পুরুষরাই বেশি আক্রান্ত করোনায়
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৯ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬২১। এই আক্রান্ত রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দেশে পুরুষরাই বেশি করোনা আক্রান্ত হয়েছেন।
আজ রোববার ১৩৯ শনাক্ত রোগীর মধ্যে ৯৬ জন পুরুষ ও ৪৩ জন নারী। এছাড়া মোট ৬২১ শনাক্তকৃত রোগীর মধ্যে ৪৩৪ জন পুরুষ ও ১৮৭ জন নারী।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে ১৩৪০টি নমুনা।
নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী দুজন, ৬০ বছর বয়সী একজন এবং সত্তরোর্ধ্ব একজন রয়েছেন। চারজনের মধ্যে দুজন ঢাকায় এবং দুজন ঢাকার বাইরে মারা যান। সূত্র : কালের কণ্ঠ।